ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর ছুঁড়ে জানালার কাঁচ ভাংচুর
  • মজিবুর রহমান খান
  • ২০২৪-১১-২১ ০৭:২২:৪৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্ত:নগর কালনী এক্সপ্রেস নামক এক ট্রেনে পাথর নিক্ষেপ করে জানালায় কাঁচ ভাংচুর করেছে হিজরারা। গত বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়ার সংলগ্ন আজমপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। জানা গেছে, কালনী ট্রেনে বেশ কয়েকজন হিজরা উঠে যাত্রীদের কাছ থেকে টাকা তুলতে থাকে। 

যেসব যাত্রী হিজরাদের টাকা না দেয়, সেসব যাত্রীদের সাথেই শুরু হয় অশালীন আচরণ। এনিয়ে ট্রেনে হিজরা ও যাত্রীদের মধ্যে বেশ বাকবিতন্ডার সৃষ্টি হয়। ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে এসে যাত্রা বিরতি দিলে সংঘবদ্ধ হিজরা দল বাকবিতন্ডা হওয়া ট্রেন যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে। ফলে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গে যায়।


 হিজরাদের এলোপাথারি পাথর নিক্ষেপে যাত্রীদের মধ্যে আতংক সৃষ্টি হয়। ঘটনার সততা স্বীকার করে আজমপুর রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ শাখাওয়াত হোসেন বলেন, কালনী ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬ টায় আজমপুর স্টেশনে যাত্রা বিরতি দেয়। ট্রেনটি যাত্রা বিরতি শেষে ছাড়ার সময় হিজরারা পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গে গেছে বলে জানা গেছে। ট্রেনটি ছেড়ে চলে যাওয়ায় সঠিক ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী