ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • ঝালকাঠি প্রতিনিধি:
  • ২০২৪-১১-২০ ০৬:৩৩:০৯

ঝালকাঠির রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধানসিঁড়িটি নদীর তীরে কবি জীবনান্দ দাসের সংগ্রহ শালায় নারিকেল গাছ রোপনের মধ্যে দিয়ে এ গাছ বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলার আড়াইশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২হাজার ৩শ পিস বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ বিতরন করা হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক ও বরিশাল অঞ্চলের প্রধান রুহুল আমিন। এ সময় সহকারি কমিশনার ভূমি হাসান মোহাম্মদ শোয়াইব, ওসি ইসমাইল হোসেন, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও পূবালী ব্যাংকের উপজেলা ব্যবস্থাপক মৃনাল কান্তি দাসসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে পূবালী ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে উপজেলা কল্যান ক্লাবে ২ টি এসি প্রদান করা হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত