ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বাজার ইজারার দখল নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১০
  • লালমোহন উপজেলা সংবাদদাতা:
  • ২০২৪-১১-২০ ০৫:২৪:২২

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে বাজার ইজারার দখল নিয়ে  বিএনপির দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুগ্রুপেরই ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে গুরুতর আহত ৫ জনকে লালমোহন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। 


জানা যায়, বদরপুর ইউনিয়নের বিএনপির (উত্তর) সভাপতি শহিদুল্যাহ মেলকার গ্রুপ ও  বিএনপির সাবেক সম্পাদক   কামাল হুইচ(বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক)   গ্রুপের মধ্যে সোমবার ভোরে বাজার ইজারার দখল নিয়ে   কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদুল্যাহ মেলকারের লোকজন কামাল হুইচ গ্রুপের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। স্থানীয় সুত্র থেকে জানা যায় ৫ আগস্টের পরে দেবীর চর বাজার বদরপুর( উত্তর)  ইউনিয়নের বিএনপির সভাপতি  শহিদুল্লাহ মেলকারদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাতে সাবেক সম্পাদক কামাল হুইচ( বর্তমানে সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক)  মেনে নিতে না পেরে উভয়ের মাঝে দীর্ঘদিন দখল দায়িত্ব নিয়ে প্রায়ই বিবাধে জড়িয়ে পরত। থানা লেভেলের নেতারা মিমাংসা করে দেন।কিন্তু তাতে কোন সুরাহ না হলে  গতকাল বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপেই সংঘর্ষ বাদে এক পর্যায়ে দুই পক্ষই রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদুল্লাহ মেলকার, তার ছেলে লোকমান,নাতি সহ অনেকেই আহত হয়েছে।
দেবির চর বাজারের সাবেক বিএনপির নেতা কামাল হুইচ বর্তমানে( সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক) জানান, গত ৫ আগস্টের পর শহিদুল্যাহ মেলকার ও তার লোকজন দেবিরচর এলাকায় বিভিন্ন চাঁদাবাজী শুরু করে। এলাকার নুর ইসলামের কাছ থেকে শহিদুল্যাহ মেলকার ৫লক্ষ টাকা চাঁদা নেন।পরে আমি বিএনপির উপজেলা নেতৃবৃন্দকে জানালে তারা দু‘পক্ষকে মিলিয়ে দেয় এবং চাঁদার টাকা উপজেলা নেতৃবৃন্দের কাছে জমা দেয়। এনিয়ে তার সাথে আমার বিরোধ তৈরী হয়। আমি দেবিরচর বাজার ইজারাদার আসাদ মেলকার থেকে বাজারের খাজনা উঠানোর জন্য কিনে নেই। শহিদুল্যাহ মেলকার আমাকে বাজারের খাজনা উঠাতে দেয় না। তারা বিভিন্ন বাধার সৃষ্টি করে। শহিদুল্যাহ মেলকার নিজে ও তার লোকজন আমাদেরকে বাজারে খাজনা উঠাতে দিবে না বলে হুমকি দেয়।  বিষয়টি আমি জানার পর গতকাল রাতে লালমোহন থানায় অবহিত করি। থানা থেকে আমাকে বলা হয়েছে সমস্যা হলে তাদেরকে জানাতে। এরপর সোমবার সকালে শহিদুল্যাহ মেলকার ও তার লোকজন আমাদের লোকজনের উপর হামলা করে। আমরা লালমোহন থানা ও নৌবাহিনীকে অবহিত করি। তারা আসার পূর্বেই দু‘পক্ষের মধ্যে মারামারিতে  আমাদের মনজু হাওলাদার, রশিদ হাওলাদার, হাচান কবির সুইচ গুরুতর আহত করে। তাদেরকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অভিযোগের ব্যাপারে বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি শহিদুল্লাহ মেকারের আত্বীয় নাম প্রকাশ না করার শর্তে জানান শহিদুল্লাহ মেলকার  দেবীরচর বাজার ৫ আগস্টের পর থেকে খাজনা আদায় করে আসছে। হঠাৎ করেই কামাল হুইচ ও হাওলাদার গ্রুপ মেলকারদের বাজার থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাড়াটিয়া সন্ত্রাসী এনে মেলকারদের উপর হামলা করে তাদের লোকজনকে কুপিয়ে কয়েকজনকে আহত করে।শহিদুল্লাহা মেলকারের মুঠোফোনে কলদিয়ে একাধিকবার চেষ্টা করলেও তিনি  ফোন রিসিভ করেনি।  


এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, দেবিরচর বাজারের ইজারাকে কেন্দ্র করে মূলত অনেকদিন পর্যন্ত সমস্যা চলছিল। বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে মিমাংশা করার একাধিকবার চেষ্টা করেছে। এটাকে কেন্দ্র করে আজ সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ থানায় অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।   

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত