আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। ওয়েসলকে ইংলিশরা হারিয়ছে ৩-০ গোলে। আরেক ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে লিড নিয়েও জিততে পারেনি ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়াম। ম্যাচ হয়েছে ১-১ গোলে ড্র।
প্রতিবেশি ওয়েসলের বিপক্ষে প্রীতি ম্যাচ। সিরিয়াসনেস নেই অতটা, তাই কোচ সাউথগেটের পুরোপুরি নতুন একাদশ। এক্সপেরিমেন্টের ম্যাচে সফল ইংলিশ বস, ২৬ মিনিটেই দল পেয়েছে লিড। আগুনে ফর্মে থাকা এভারটন স্ট্রাইকার কালভার্ট লুইন জাতীয় দলে অভিষেক ম্যাচেই পেয়ে গেছেন গোল। ফার্স্ট হাফ শেষ হয়েছে এই ১-০ স্কোরলাইন নিয়ে।
সেকেন্ড হাফে কিছু সময় যাওয়ার পর লিড হয়েছে ডাবল। ৫৩ মিনিটে গোল করেছেন উলভস ডিফেন্ডার কনর কোডি। ৬৩ মিনিটে হয়েছে ম্যাচের শেষ গোলটা। ডি বক্সের মধ্য থেকেই দেখার মতো এক ওভার হেড কিকে ওয়েলসের জাল কাপিয়েছেন সাউদাম্পটন ফরোয়ার্ড ড্যানি ইংস।
আরেক ফ্রেন্ডলি ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়ামের মাঠে খেলতে গিয়েছিলো আইভরি কোস্ট। হোস্টরা শুরু থেকেই দাপট দেখিয়েছে।ইনজুরির কারণে বেলজিয়ামের নাম্বার ওয়ান গোলকিপাল থিবো কোর্তোয়া নামতে পারেননি মাঠে, তারপরও ফার্স্ট হাফ ছিলো ক্লিনশিট।
সেকেন্ড হাফে লিড নিয়েছে বেলজিয়ানরাই। ৫৩ মিনিটে আইভরি কোস্টের জাল কাপিয়েছেন ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার মিচি বাতসুই। ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো হোস্ট রেড ডেভিলরা। কিন্তু বিধি বাম, ৮৭ মিনিটে প্রতিপক্ষ পেয়ে যায় পেনাল্টি। কেসেইয়ের গোলে ম্যাচ শেষ হয় ১-১ এর ড্রতে।