দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী বলেছেন, নিজেই নিজের নামের আগে-পিছে সাংবাদিক কিংবা জার্নালিস্ট লিখে নিজেকে মস্ত কিছু জাহির না করে আসুন,নিজের পেশাগত উৎকর্ষ বাড়িয়ে কাজের মাধ্যমে প্রমাণ করে দেই আমি একজন সমাজ সংস্কারক জাতির বিবেক গণমাধ্যম ব্যক্তিত্ব।
নিজেই -নিজেকে নয়,অন্যরা যেনো আমাদের সাংবাদিক হিসেবে জানে এবং মানে। তারাই যেনো আমাদের নামের আগে বা পরে সাংবাদিক উপাধি দেয় বা লিখে। নিজেই- যারা নিজে নামের আগে -পিছে সাংবাদিক কিংবা জার্নালিস্ট ব্যবহার করে তারা প্রকৃত সংবাদকর্মী বা সাংবাদিক নয়,তারা এসমাজে নষ্ট মানুষদের একজন।
শাহ্ আলম শাহী আরো বলেন, অনেকে আবার নিজের গুরুত্ব বাড়াতে বা পদ-পদবি পেতে এবং নিজের চাহিদা মেটাতে নিজেই-নিজের নামের আগে সিনিয়র সাংবাদিক লিখেন বা দাবি করেন। তারাও কিন্তু ভালো মানুষ নয়,এরা
দুর্বি সন্ধি ধান্দাবাজ। এরা প্রয়োজনে অনেক কিছু অন্যায়-অপরাধ করেন। অত:এব এদের থেকেও সাবধান থাকা প্রয়োজন।
দিনাজপুরে 'বাংলাদেশ প্রেসক্লাব' জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন এবং প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এ কথা বলেন।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরে কৃষাণ বাজারে সংগঠনের জেলা কার্যালয়ে প্রধান অতিথি'র বক্তব্যে শাহ্ আলম শাহী আরো বলেন, 'আমি আপনাদের সামনে আজ এসেছি কিছি ম্যাসেজ দিতে। কোন অতিথি হিসেবে বক্তব্য দিতে বা মর্যাদা নিতে নয়। আমি সাংবাদিক নই, একজন সংবাদকর্মী।সাংবাদের ফেরিওয়ালা। যদিও সাংবাদিকদের মধ্যে সিনিয়র বা জুনিয়র আছে। যেমন একজন নার্সারি পড়ুয়া শিশুও যেমিন শিক্ষার্থী,তেমনি একজন বিএসএস পড়ুয়া ব্যক্তিও শিক্ষার্থী। অন্যদিকে একজন পুলিশের কনেষ্টবল যেমন পুলিশ, তেমনি পুলিশের আইজিপিও পুলিশ। তাদের সন্মান,মর্যাদা বা বেতন-ভাতাদি এক নয়। মনে রাখা প্রয়োজন সব সাংবাদিকের সম্মান,মর্যাদা বা বেতন-ভাতাদি এক নয়। একজন সাংবাদিককে নিজেই তার পরিচয় বা অবস্থান পেশাগত কাজ ও দক্ষতার মাধ্যমে গড়ে তুলতে হয়।
তিনি আরো বলেন, অন্যায়-অনিয়ম-দুর্নীতি-অপরাধ যেমন সংবাদ,তেমনি সমস্যা-সম্ভাবনা ও সাফল্য সংবাদ। সাংবাদিক প্রতারণা ও চাঁদাবাজি করে অর্থ উপার্জন করে এমন দূর্নাম আছে আমাদের সমাজে। আমি মনে করি মানুষের সাফল্য তুলে ধরে সংবাদ করেও অর্থ উপার্জন করা যায়। অনেকে খুশি হয়ে সাংবাদিককে অর্থ দেয়। সেটা বৈধ উপার্জন।'
জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর বিভাগীয় শাখার সহ-সভাপতি যাদব চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: রশিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে দিনাজপুর জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক হারুন রশীদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ সমর কুমার রায়, সহ- সাংগঠনিক সম্পাদক পরিমল চন্দ্র রায়, দপ্তর সম্পাদক সাবু রায় (বিকে), অর্থ সম্পাদক আব্দুল মালেক সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজার রহমান, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহিনুর ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: সাদিকুল ইসলাম জয়, সহ- বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: সুমন ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে অভ্যর্থনা এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে 'বাংলাদেশ প্রেসক্লাব' -দিনাজপুর জেলার সকল উপজেলা শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।