ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
  • নেছারাবাদ উপজেলা প্রতিনিধি:
  • ২০২৪-১১-১৮ ০৭:৫০:৫৪

পিরোজপুরে নেছারাবাদ উপজেলা জালাবাড়ি ইউনিয়নে সামাজিক বনায়নের রোপন করা গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। যার বাজার মূল্য আনুমানিক ১০/১৫ হাজার টাকা। তবে কে বা কারা ঐ গাছ কেটে নিয়েছে জানেনা বন বিভাগের কর্মকর্তা মোশারফ হোসেন। জানতে পারলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।

১৫ই নবেম্বর শুক্রবার খুব ভোরে ১টি গামারি ও,১টি আকাশমনি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসীর মাধ্যমে জানা যায় গত শুক্রবার খুব ভোরে বন বিভাগের গাছ কেটে নিয়ে যাচ্ছে তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জলাবাড়িতে সরজমিনে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পাওয়া যায়। এলাকাবাসী  বিষয়টি বনবিভাগকে অবহিত করলে উপজেলা বনবিভাগের লোকজন ঘটনা স্থলে পৌছাবার পূর্বে গাছ নিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা।

এ বিষয়ে জলাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন,আমি আপনাদের মাধ্যমে গাছ কাটার খবর জানতে পারলাম। এলাকার লোক আমাকে কেউ জানায়নি।

এ বিষয়ে বন বিভাগ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে লোক পাঠিয়েছিলাম কিন্তু গাছ উদ্ধার করতে পারিনি। তবে কারা গাছ কেটে নিয়েছে  আমদের তদন্ত চলমান রয়েছে।এটা প্রমানিত হলে আমরা আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী