ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
থানচি দুর্গম সীমান্তবর্তী হাজরাং পাড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে অস্ত্র উদ্ধার
  • বান্দরবান প্রতিনিধি:
  • ২০২৪-১১-১৮ ০৬:৩৪:৫০

বান্দরবানরে থানচি উপজলোর দূর্গম সীমান্তবর্তী হাজরাংপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র, পোশাক ও সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৮ নভম্বের) বিকাল ৫ টায় বিজিবির গনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  


এই সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসী আস্তানা থেকে এই অস্ত্র, পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম গুলোর মধ্যে রয়েছে দুটি দেশিই বন্দুক, একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও কম্ব্যাট পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি। 


বিজিবির গনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, থানচি উপজেলার দূর্গম সীমান্তবর্তী হাজরাং পাড়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় সন্ত্রাসবিরোধী অভিযানে সন্ত্রাসী আস্তানা থেকে  অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত