ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বান্দরবানে ভ্রমনপিপাসুদের জন্য চালু হলো ছাদখোলা ট্যুরিষ্ট বাস
  • বান্দরবান প্রতিনিধি
  • ২০২৪-১১-১৮ ০৫:১৩:০০

বান্দরবান-চিম্বুক-নীলগিরি এবং বান্দরবান মেঘলা-নীলাচল প্রথমবারের মতো চালু হয়েছে ট্যুরিস্ট বাস। এই বাসে চড়ে বান্দরবানে ঘুরতে আসা ভ্রমনপিপাসুরা উপভোগ করতে পারবেন পাহাড়, ঝর্ণা এবং প্রকৃতির অপার সৌর্ন্দয্য । সোমবার (১৮ নভেম্বর) সকালে এই ঘোষণা দেন বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ। তিনি বলেন, পর্যটকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট বাসের প্রয়োজনীয়তা আছে। জেলা প্রশাসকের অনুমতিতে আমরা ট্যুরিস্ট বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি। 

 

তবে গতকাল (১৭ নভেম্বর) এই বাস নীলগিরিতে পরীক্ষামূলকভাবে যাওয়ার পথে হিল বার্ড মোড়ে মাহিন্দ্র মালিক ও শ্রমিক মালিক সমিতি বাঁধা প্রদান করে। এছাড়াও গাড়ি চালানো যাবে না বলে হুমকি প্রদান করে তারা। তিনি আরো বলেন, বান্দরবান হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে সকাল ৭ টায় ছাদখোলা বাস ছেড়ে যাবে এবং দুপুরে বান্দরবান সদরে ফিরবে। পরে আবার বেলা ৩টায় বান্দরবানের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে রওনা হবে এবং সন্ধ্যায় পর্যটকদের নিয়ে আবার সদরে ফিরবে। এক্ষেত্রে ৩১ সিটের এই বাসে ৫ বছরের তদুর্দ্ধ বয়সীদের জন্য জনপ্রতি বান্দরবান-নীলগিরি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০টাকা। আর মেঘলা-নীলাচলে বাসভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের চাহিদার উপর ভিত্তি করে বাসের সংখ্যা বাড়তে পারে।


এদিকে বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন শিল্পের প্রসারে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণে উন্নতমানের ছাদখোলা পর্যটকবাহী বাস চালু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য পূরবী বাস মালিক সমিতি, মাইক্রোবাস-কার ও জীপ মালিক সমিতি এবং আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির কাছে একটি চিঠি দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত