নীলফামারীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দিনাজপুরে উদ্যোগে ‘ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নয়দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার সকালে(১৮নভেম্বর) জেলা শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা মন্দির প্রাঙ্গণে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
‘ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের’ (২য় পর্যায়) প্রকল্প পরিচালক প্রনতি রানী দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নীলফামারীর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক হামিদুর রহমান ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দিনাজপুর কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) শংকর কুমার দাস বক্তব্য দেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নীলফামারীর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক হামিদুর রহমান জানান, প্রশিক্ষণে হিন্দু আইন ও পুজা পদ্ধতি, ভুমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এবং খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা বিষয়ে ধারণা প্রদান করা হবে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দিনাজপুর কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট(প্রশিক্ষণ) শংকর কুমার দাস বলেন, ‘ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের’ (২য় পর্যায়) এর আওতায় এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
নীলফামারী জেলার ছয় উপজেলার ২৫জন পুরোহিত এতে অংশ নিচ্ছেন।