ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ধর্ষণ-নির্যাতনের ক্ষোভের আগুন সারাদেশে
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১০-০৯ ০২:০০:১৮

সারা দেশে অব্যাহত ধর্ষণবিরোধী বিক্ষোভ। নানা কর্মসূচিতে আন্দোলনকারীদের একটাই দাবি, ধর্ষকদের বিচার। রাজধানীর শাহবাগে ধারাবাহিক কর্মসূচিতে প্রতিবাদী চিত্রকর্ম ফুটিয়ে তোলা হয় ব্যানার-প্ল্যাকার্ডে। ঝাঁঝালো স্লোগান ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে। শুধু তাই নয়, তুলির আঁচড়েও, প্ল্যাকার্ডের জমিনে ফুটে উঠছে দ্রোহের প্রতিচ্ছবি।

অপরাজেয় বাংলার পাদদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ও বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বসুন্ধরা আবাসিক এলাকার সামনেও শিক্ষার্থীরা জড়ো হন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে।

ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলন হলেও, মৌলভীবাজারে ধর্ষণবিরোধী বামজোটের আন্দোলনে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

লালমনিরহাট ও ব্রাক্ষ্মণবাড়িয়াতে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আন্দোলনে নামা বিএনপিকর্মীরা হামলার শিকার হয়েছেন। কেড়ে নেয়া হয়েছে, তাদের ব্যানার।

পঞ্চগড়ে ঝাড়ু নিয়ে বিক্ষোভ করেন, স্থানীয়রা। এ সময় নারী নিপীড়কের প্রতীকী কুশপুত্তলিকা পোড়ান তারা।

সুনামগঞ্জে নাটক, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে গ্রাম থিয়েটার। নোয়াখালীসহ বিভিন্ন জেলায় এদিনও ধর্ষণবিরোধী বিক্ষোভ হয়েছে।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা