ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে চালু হলো ‘ন্যায্য মূল্যের বাজার’
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-১১-১৭ ০৪:৫০:৫২

 নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে নীলফামারী জেলা প্রশাসনের তত্বাবধানে ন্যায্যমুল্যের বাজার চালু হয়েছে।রবিবার দুপুরে জেলা শহরের নতুন বাজারে ফিতা কেটে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

 

সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, সেনাবাহিনীর মেজর হাসান মাহমুদ, র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অধিনায়ক মেজর ইশতিয়াক, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী উপস্থিত ছিলেন এ সময়। 

 

সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ বক্তব্য দেন।

 


উদ্বোধনী দিনে মুলা ৪০টাকা, ফুলকপি ৬০টাকা, বেগুন ৪০টাকা, লাউ প্রতিপিস ৩৫টাকা, ডিম ৪৩টাকা হালিতে বিক্রি হয়েছে।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ বলেন, কৃষি বিপণন কর্মকর্তার ও জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় এই ন্যায্যমুল্যের বাজার পরিচালিত হচ্ছে। আজ থেকে চালু হলো এবং চলমান থাকবে। 


জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দ্রব্যমুল্যের বাজারদর স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সারাদিনই এই বাজার খোলা থাকবে। নিত্য পণ্য সংগ্রহ করতে পারবেন ক্রেতারা দিনের যেকোন সময়। 
২৬জন বিক্রেতা এখানে নিত্যপণ্য বিক্রি করতে পারবেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী