ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সড়কের প্রশস্ততা বাড়াতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
  • ঝালকাঠি প্রতিনিধি:
  • ২০২৪-১১-১৬ ০৫:৪৯:১১

সড়কের প্রশস্ততা বাড়াতে ঝালকাঠির নলছিটিতে পৌর এলাকায় অবৈধ স্থাপনা  উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। শনিবার (১৬ নভেম্বর) সকালে নলছিটি পৌরসভার ৫নং ওয়ার্ডের মল্লিকপুর থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে । এ সময় নলছিটি পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মো:আবুল হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । যাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে এর আগে দাপ্তরিকভাবে একাধিকবার স্থাপনা সরিয়ে নিতে নোটিশ পাঠানো হয়েছিলো বলে নিশ্চিত করেন পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মো:আবুল হোসেন।


স্থানীয় যুবক আকাশ তালুকদার জানান রাস্তাটির এক পাশে খাল আরেক পাশ দখল করে রেখেছিলেন স্থানীয় প্রভাবশালীরা এর ফলে সড়কটি সংকীর্ণ হয়ে গেছে। যার ফলে একটি রিক্সা পর্যন্ত ঠিকভাবে যেতে পারে না, চলাচলেও ছিলো ঝুকিপূর্ণ। এছাড়াও দীর্ঘদিন যাবত সড়কটির সংস্কার না হওয়ায় আমাদের দুর্ভোগ ছিলো। সড়ক প্রশস্তকরনের পরে রাস্তাটি সংস্কার করা হলে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। আমরা পৌরসভার প্রশাসক মহোদয়কে শুভেচ্ছা জানাই এই উদ্যোগের জন্য। 


নলছিটি পৌরসভার প্রশাসক মো:নজরুল ইসলাম জানিয়েছেন, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের দ্রæত সংস্কার এবং প্রশসতা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত