ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন ‘তিস্তা’
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-১১-১৫ ০৭:৫২:৫০

 নীলফামারীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে তিস্তা ফুটবল দল।  বৃহস্পতিবার বিকেলে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পদ্মা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে প্রধান অতিথি থেকে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলনী কান্ত রায়, ক্রীড়া সংগঠক শেফাউল জাহাঙ্গীর আলম, সাবেক খেলোয়াড় আব্দুস সালাম বাবলা উপস্থিত ছিলেন। 

জেলা ক্রীড়া দফতরের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসুচির অংশ হিসেবে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে দশটি দল অংশ নেয়। অংশ নেয়া খেলোয়ারদের মাঝে জার্সি প্রদান করা হয়। 

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় জেলার ছয় উপজেলার ১২০জন খেলোয়াড় প্রতিযোগীতায় অংশ নেয়। প্রতিযোগীতায় ৩৭জনকে বাছাই করে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে ৫জনকে বাছাই করে বিভাগীয় প্রতিযোগীতায় পাঠানো হবে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত