ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নলছিটিতে ইঁদুর মারা ওষুধ খেয়ে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু
  • ঝালকাঠি প্রতিনিধি:
  • ২০২৪-১১-১৪ ০৫:৪৬:০১

ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার (৪) এবং তার চাচাতো ভাই রমজান হাওলাদার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়  শেবাচিম)  হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।

নিহতরা তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। নিহত লামিয়া আক্তার (৪) উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে এবং রমজান হাওলাদার (৩) রানা হাওলাদারের ছেলে। 

পারিবারিক সূত্র জানয়,  বুধবার (১৩ নভেম্বর) দুপুরে দুইজন ঘড়ের ভিতর খেলা করছিল। এ সময় তারা খাটের নিচে রাখা ইদুরের ওষুধ খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রæত তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়  শেবাচিম)  হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে কর্তব্যরত চিতিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

দুই শিশুর মর্মাকি মৃত্যুর ঘটনায় একটি  অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম ।  

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত