ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল জনসভা
  • মিঠুন দাশ:
  • ২০২৪-১১-১৩ ০৬:১৪:৫৪

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে এক বিশাল জনসভার আয়োজন করে জেলা বিএনপি। 

বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় বান্দরবান জেলা বিএনপির আয়জনে প্রেসক্লাবের সামনে এই জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে জেলা সদরের রাজার মাঠে এসে জড়ো হয়। এর পর বিশাল মিছিলযোগে উজানিপাড়া হয়ে শহর প্রদক্ষিণ শেষে জনসভা স্থলে মিলিত হয়।

এসময় জনসভায় বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস ম্যামাচিং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহবায়ক লুসাই মং, বান্দরবান জেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষারসহ জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন । 

জনসভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বক্তব্য রাখতে গিয়ে বলেন, জনগনের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে বলে তিনি জানান।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী