ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলতি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌর সভার ১০ হাজার ৬শ ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিলো গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, পেঁয়াজ ও মশুর ডাল ও ধানের বীজ এবং সার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম জানান, উপজেলার রবিশস্য উৎপাদনকারী ১১৫০ জন কৃষকদের ৩০ কেজি মৌসুমী বীজ, ৭০ কেজি ডিএপি সার ও ৫৫ কেজি এমওপি সারবিতরণ করা হয়। ৩ হাজার ৭শ জন বোরো চাষীদের বিঘা প্রতি ২ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ ও ৫ হাজার ৮শ জন কৃষককে বিঘা প্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।