ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আলীকদম-মিয়ানমার সীমান্তে ৮১জন রোহিঙ্গা আটক
  • বান্দরবান প্রতিনিধি:
  • ২০২৪-১১-১১ ০৭:০৪:০২

বান্দরবানের আলীকদম-মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ কালে ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। 


সোমবার (১১নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশ কালে আটক করা হয় তাদের। আটকৃত রোহিঙ্গাদের মধ্যে ৩১ জন শিশু  বাকি ৫০ জন প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ। 


স্থানীয় সুত্রে জানা যায়, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করা হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা । পরে গোপন সংবাদের ভিত্তিতে  নিরাপত্তা বাহিনীর সদস্যরা  কয়েকটি পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অনুপ্রবেশ কালে আটক করে তাদের।অনুপ্রবেশকারীদের আটক করা গেলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে অনুপ্রবেশকারীদের সহায়তাকারী দালাল চক্র। 


আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব বলেন, সকালে ৩টি পৃথক অভিযানে এইসব রোহিঙ্গা নাগরিক আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারে পুশব্যাক করার প্রক্রিয়া চলমান রয়েছে। আপাতত তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড( বিজিবির) কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী