ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেছারাবাদে বিএনপি’র গণ সমাবেশ
  • নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:
  • ২০২৪-১১-১১ ০৫:১৩:০৭

ঐতিহাসিক ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বরূপকাঠিতে গণ সমাবেশ করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ডুবি বাজার সংলগ্ন মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে গণ সমাবেশে  প্রধান অতিথি বক্তব্য রাখেন  জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি, স্বরূপকাঠি পৌর বিএনপি’র আহবায়ক সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস কে আলো আমিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, মো. সোহেল মৃধাসহ আরও বক্তব্য রাখেন বিএনপি  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তরা পিরোজপুর - ২ সংসদীয় আসনে উপজেলা বিএনপি’র আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানকে সংসদ সদস্য নির্বাচিত করার আহবান জানান। 


সমাবেশে প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সনে  এদিনে বাংলাদেশের দেশ প্রেমিক সৈনিক ও জনতার অভ্যুথানের মাধ্যমে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে এসে নতুন রাজনীতি সুচনা করেছিলেন। সে রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি, স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি,গণতন্ত্রের শক্রদের পরাজিত করে গণতন্ত্রের প্রতিষ্ঠা রাজনীতি। বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার সেই বহুদলীয় গনতন্ত্রকে ধ্বংস করেছে।


 আওয়ামীলীগের আমলে বিএনপিকে কোন সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। তারা আমাদের সাত শতাধিক নেতাকর্মীকে গুম খুন করেছে। ৬০ লাখের বেশি মানুষের নামে মিথ্যা ও হয়রানিমুলক মামলা দিয়েছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুথানের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। আজকের এদিনে অন্তবর্তীকালিন সরকারের কাছে সাধারণ মানুষের ভোটে সরকার গঠনের জন্য অতি সত্বর নির্বাচনের তারিখ ও রোড় ম্যাপ ঘোষনা করার দাবি জানাচ্ছি।
  

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী