আওয়ামীলীগ সরকারের রোষানলে পড়ে মধ্যপাড়া শিলা খনিতে অন্যায়ভাবে চাকুরিচ্যুত হাছিনুর কে স্বপদে পূনঃবহালের দাবি উঠেছে।
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে মোঃ হাছিনুর রহমান মার্কেটিং (কম্পিউটার অপারেটর) পদে ৫ নভেম্বর' ২০১২ তারিখে নিজ কর্মস্থলে কর্মরত ছিলেন। বিকেলে ৩.৩০ মিনিটে কর্ম স্হল মধ্যপাড়া থেকে ৫০কিঃমিঃ দুরত্বে দিনাজপুর সদরে কয়েক শত জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবিরের সমর্থকরা বিক্ষোভ মিছিল হয়েছে মর্মে পুলিশ চার উপজেলার চার জন সহ পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোঃ হাছিনুর রহমানকে মিছিলে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগে ০৭ নভেম্বর'২০১২ তারিখে সন্দেহ মুলক ভাবে বাসা থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে।
দিনাজপুর কোতোয়ালি থানার অতি উৎসাহী এস আই শ্রী ভবানী কান্ত রায় বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন যার মামলা নং ১৫ তারিখ ০৫/১১/২০১২ইং। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পুলিশ প্রতিবেদন ও উল্লেখ যোগ্য ডকুমেন্টস পর্যালোচনায় অভিযোগের সঙ্গে হাছিনুর রহমানের সম্পৃক্ততা না থাকায় চুড়ান্ত চার্জশীট হতে তার নাম বাদ যায় এবং আদালত হাছিনুর রহমান কে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে দায়মুক্ত হলেও এক যুগেও ফিরে পাননি বে- আইনি ভাবে হারানো চাকুরী। আওয়ামী লীগ দলীয় সরকারের আমলে স্হানীয় দলীয় কতিপয় চাটুকারের হীন ষড়যন্ত্রের কারণে সম্পুর্ণ অবৈধভাবে ঘটনার আট মাস পরে হাছিনুর রহমান কে অন্যায় ভাবে চাকুরী চ্যুত করা হয়েছে। চাকুরিতে কর্তব্যরত কর্তৃপক্ষ লিখিত ভাবে প্রদেয় ০৮/১১/১২ হাজিরা প্রত্যয়নে উল্লেখ করেন যে মোঃ হাছিনুর রহমান কম্পিউটার অপারেটর পদে হাজিরা খাতা অনুযায়ী গত ০৫/১১/২০১২ হইতে ০৭/১১/২০১২ তারিখ পর্যন্ত নিজ কর্মস্হলে উপস্থিত ছিলেন।
হাজিরা প্রত্যয়নের আলোকে মোঃ হাছিনুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ ও ঘটনায় সম্পৃক্ত না থাকায় পুলিশ প্রতিবেদনে বিজ্ঞ আদালত তাকে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে দায়মুক্তি দেন। অথচ মামলার কারণে হাজতবাসকালীন সময় কে অ- অনুমোদিত ছুটির অজুহাতে ঘটনার আট মাস পরে ০১/০৮/২০১৩ তারিখে তাকে চাকুরী হতে প্রত্যাহার করা হয়। বারংবার চাকুরী হতে অব্যাহতি প্রদান আদেশ প্রত্যাহার করে পূনঃরায় কর্মস্হলে যোগদানের জন্য আবেদন করা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতা ও আওয়ামী লীগ দলীয় রোষানলের কারণে তাকে চাকুরীতে যোগদানের সুযোগ দেওয়া হয়নি। দলীয় রোষানলে পড়ে বে- আইনি ভাবে চাকুরি চ্যুত হওয়ার এক যুগ অতিবাহিত হওয়ার পরেও অতি কষ্টে মানবেতর জীবনযাপন করছেন ইসলামি আদর্শে বিশ্বাসী হাছিনুর রহমান।
এ বিষয়ে চাকুরি চ্যুত হাছিনুর রহমান (০১৭৯৬৭২৫৬০৭)সাংবাদিকদের বলেন শুধু মাত্র ইসলামিক চেতনা বোধে বিশ্বাসী হওয়ার কারনেই আওয়ামী লীগ সরকার আমাকে অন্যায় ভাবে বরখাস্ত করা হয়েছে। দেশ এখন নতুন করে স্বাধীন হয়েছে ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত দেশে অন্যায়ের বিরুদ্ধে সংস্কার শুরু হয়েছে। আমি দৃঢ় আশাবাদী দ্রুত আমাকে বকেয়া বেতন ভাতা সহ চাকুরীতে পূনঃবহাল করা হবে। আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেছি আমি শুধু চাকুরী হারাইনি মধ্যপাড়া খনিপ্রকল্পে আমার পিতার অনেক চাষাবাদ যোগ্য কৃষি জমি খনি কর্তৃপক্ষ এ্যাকোয়ার করে নিয়েছেন। এ কারণে আমি জমি ক্ষতি গ্রস্হ পরিবারের সদস্য।
এ বিষয়ে মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পের ব্যবস্হাপনা পরিচালক ফজলুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপাতত মজুদ পাথর বিক্রি নিয়ে আমি খুবই বিপাকে আছি। তাই হাছিনুর রহমানের বিষয়ে যা করণীয় তা পরে জানানো হবে।