ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পাখির নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি
  • নুর আলম:
  • ২০২৪-১১-০৯ ০৫:৫৭:৫৭

পাখির অভয়াশ্রম নীলফামারীর ‘নীলসাগরে’ পাখির নিরাপদ আশ্রয়ের জন্য আবাসস্থল তৈরি করে দিচ্ছে জেলা ও উপজেলা প্রশাসন। কর্মসুচির অংশ হিসেবে মাটির হাঁড়ি গাছে গাছে বসানো শুরু হয়েছে শনিবার থেকে। 

সকালে নীলসাগরে এই কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক জানান, নানান জাতের পাখি বসবাস করে নীলসাগরে। আবাসস্থল না থাকায় বিভিন্ন স্থানে ছুটে বেরায় পাখিরা। ডিম দেয়া এবং বাচ্চা উৎপাদনে নানান সমস্যায় পড়তে হচ্ছে তাদের। 

পাখিদের নিরাপদ আশ্রয়ের কথা মাথায় রেখে তাদের আবাস স্থান তৈরির উদ্যোগ নেয়া হয়। যারই অংশ হিসেবে মাটির হাঁড়ি বসানো শুরু হয়। 
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, পাখিদের শুধু আবাসস্থল নয় তাদের খাবারও ব্যবস্থা করা হচ্ছে মাটির হাঁড়িগুলোতে। এখানে আসা পাখিরা যাতে যেতে না পারে সে ব্যবস্থাও করা হয়েছে।

দুই’শ হাঁড়ি বসানো হবে এরমধ্যে শনিবার এক’শ হাঁড়ি বসানো হয়েছে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত