ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-১১-০৯ ০৫:৫২:০৬

ঢাকা-সিলেট মাহসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজায় নিয়মিত অভিযান চালায় পুলিশসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশ। এর মধ্যে বেলা দুই থেকে তিনটা পর্যন্ত এক ঘন্টার ব্যবধানে করা অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার হয়েছে। 

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন, যার কাছ থেকে ইয়াবা পাওয়া যায়। পুলিশের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর রায়পুরা উপজেলার মো. আজহারুল (৩২), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. রবিউল (২৪), সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার মো. রাশেদ (২৪) ও আখাউড়া উপজেলার গঙ্গাসাগরের রাবেয়া (২৭)। এর মধ্যে আজহারুলের কাছ থেকে দুই কেজি গাঁজা, রবিউল ও রাশেদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, রাবেয়ার কাছ থেকে ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ২৫ কেজি গাঁজা বহন করা পিকআপ উদ্ধার করা হয়। 

 

অপরদিকে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে জেলার কসবা উপজেলার হাজীপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নেত্রকোনা জেলা সদরের মো. আলামিন মিয়া (৩২) ও মো. রুবেল (২৫)।

 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী