ঢাকা বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় এ.কে.এম হারুন-অর-রশিদের স্মরণ সভা
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-১১-০৯ ০৫:৫০:৪৬

ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের প্রয়াত অধ্যাপক এ.কে.এম. হারুন-অর রশিদের ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকাল ১১টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল-আমীন শাহীন, সাবেক সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত ও পল্লী সঞ্চয় ব্যাংক এর সাবেক জেলা আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ। স্মৃতিচারণ করে কবি আব্দুল মান্নান সরকার, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির মিয়া, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমীন আশরাফ। সংগঠনের সদস্য ফাহিম মুনতাসিরের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক ও প্রশিক্ষক শারমিন সুলতানা। 

 


শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনালী সকালের সাধারণ সম্পাদক সানিউর রহমান সানি। আবৃত্তিশিল্পী ওমর আহমেদের সার্বিক সহযোগিতার হারুন স্যারের সৃষ্টি থেকে তিনটি দলীয় আবৃত্তি করেন সংগঠনের সদস্যরা। 

 


সবশেষে অধ্যাপক একেএম হারুন-অর-রশীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ।

 ব্রাহ্মণবাড়িয়াকে বসবাসের যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় তরুণ তরুণীরা
ময়মনসিংহে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার  -১
 নলছিটিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান,  ৩ দোকানীকে ১৪ হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ