ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • গাজীপুর জেলা প্রতিনিধি:
  • ২০২৪-১১-০৭ ১১:৩৮:১৪
গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহষ্পতিবার বিকেলে গাজীপুর মহানগর বাসন থানা বিএনপির উদ্যোগে মহানগরীর চান্দনা এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ। সভায়, বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন চৌধুরী মুসা , বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু ,কৃষক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান প্রমূখ । এ সময় গাজীপুর মহানগর বিএনপি ও বাসন মেট্রো থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা—কর্মী উপস্থিত ছিলেন । সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্তপূর্ণ বক্তব্য রাখেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী