ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
  • সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৪-১১-০৫ ০৬:২২:২০

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের চত্বরে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তামোঃ আকতারুজ্জামান।


এসময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হক,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কর্মকর্তা আলহাজ্ব মো. তাজুল ইসলাম তাজ, যুবরেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের যুব প্রধান শাপলা খাতুনসহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আজীবন সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে ৭ দিনের খাদ্যসামগ্রী  দেওয়া হয়েছে।  খাদ্য সামগ্রী মধ্যে ছিলো চাউল সাড়ে ৭ কেজি,মসুরের ডাল ১ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, সুজি ৫০০ গ্রাম,লবণ ১ কেজি,চিনি ১ কেজি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী