রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় আলহাজ হারুন-আল-রশিদ ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার সুহিলপুরে আলহাজ্ব হারুন-আল-রশিদ ডিগ্রি কলেজের প্রাঙ্গনে প্রাঙ্গনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট হারুন-আল-রশিদ।
কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক জাফর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন ভ‚ইয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মোবারক মুন্সী, সুহিলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব এডভোকেট মো আলাউদ্দিন মুন্সী রুবেল, সুহিলপুর ইউনিয়নের সাবেক সভাপতি খসরু মোল্লা, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ, বুধল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী প্রমুখ।
বক্তারা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, জুলাই গনঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি। আমাদেরকে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারলেই আমরা সফল হবো। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। অত্র জেলা এই কলেজের সুনাম রয়েছে। নবীন শিক্ষার্থীরাই দেশ ও জাতির ভবিষ্যত।