ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
লেবাননে বিমান হামলায় নিহত নিজামের বাড়িতে আহাজারি
  • মজিবর রহমান খান:
  • ২০২৪-১১-০৩ ০৬:২২:০৯

লেবাননের বৈরুতে ইসরাইলি বিমান হামলায় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবার নিজাম উদ্দিন (৩২) এক যুবক মারা গেছে। গতকাল শনিবার  স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় বৈরুতের হাজমিয়ে এলাকায় মৃত্যু হয় তার। নিজাম উদ্দিন উপজেলার খাড়েরা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। নিজামের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের।


বড় বোন সায়েরা বেগম জানান,  পাঁচ ভাই-বোনের মধ্যে নিজাম উদ্দিন ছিলো সবার ছোট। অভাব-অনটনের সংসারে ছিলো কষ্টের জীবন-যাপন। তাই পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে প্রায় ৭ লাখ টাকা খরচ করে লেবানন পাঠিয়েছিলেন। কিছু নিজেরা দিয়ে বাকি টাকা ধার-দেনা করে প্রায় ১২ বছর আগে লেবাননে পাঠানো হয়েছিলো। সেখানে যাওয়ার পর নির্ধারিত কাজ না পাওয়ায় ভালো উপার্জন ছিলনা তার। প্রবাস জীবনে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে না পারলেও মায়ের থাকার ঘরটি নতুন কিছু টিন লাগিয়ে মেরামত করতে পেরেছিলেন মাত্র।


নিজামের ছোট বোন পারুল বেগম জানান, লেবানন যাওয়ার পর বৈধ কাগজপত্র না থাকায় নিজাম দেশে ফিরতে পারেনি। পরিবার থেকে বিয়ের কথা বললে সে বলতো আগে টাকা উপার্জন করে বাড়ির পরিবেশটা ঠিক করে নেই। তারপর দেশে এসে বিয়ে করবে। গতকাল শনিবার লেবাননের বৈরুতে একটি হোটেলে ইসরাইলের বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে আমার ভাইয়ের সকল স্বপ্ন, বলে বিলাপ করতে থাকেন তিনি। রাতে তার বন্ধুর মাধ্যমে মৃত্যুর খবর আসে। আদরের ছোট ভাই নিজামের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই নিজামের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী