ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
  • ২০২৪-১১-০৩ ০৬:১৯:৪৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাদল পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। শুক্রবার   রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর তৈয়াবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।


ব্যবসায়ী মোনায়েম হোসেন জানান,  মাছিমপুর তৈয়াবাড়ি এলাকার নিজ বাড়িতে ওড়না সেলানো একটি মিনি কারখানা রয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে পরিবারের সকলকে এবং কারখানা ৫ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতদের সঙ্গে ছিলো পিস্তল, রামদা, চাপাতি। পরে ঘরে থানা এক ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুটে নেয়। এসময় এসব ঘটনা নিয়ে থানা পুলিশ বা বাড়াবাড়ি করতে ব্যবসায়ী মোনায়েম হোসেনকে হত্যার হুমকিও দেয় ডাকাতদল। এ ঘটনার বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান ব্যবসায়ী মোনায়েম হোসেন। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে।


এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী