ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
শেখ হাসিনা পতন মেনে নিতে পারেননি বলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-১১-০৩ ০৬:১৭:২৫

শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে না পেরে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন। তিনি   শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শ্রমিকদলের সাংগঠনিক কর্মী সভায় এ মন্তব্য করেন। 


এ সময় তিনি বলেন, খুনি হাসিনার পতনের আন্দোলনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শেখ হাসিনা চেয়েছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে। কিন্তু হঠাৎ পতনের বিষয়টি শেখ হাসিনা মেনে নিতে পারছেন না। তাই বর্তমানে যে শান্তিপূর্ণ সহবস্থান ও স্থিতিশীলতা রয়েছে তা নস্যাত ও ধূলিস্যাত করতে শেখ হাসিনা নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে হটাতে ও স্থিতিশীলতাকে ব্যর্থ করতে কখনো ডাকাত আবার কখনো আনসার হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব বিষয়ে সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে অস্থির হয়ে আছে। কিন্তু রাক্ষসী শেখ হাসিনা যাতে আর দেশে ফিরতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 


তিনি আরো বলেন, নির্বাচন কখন হয় জানা নেই। কারণ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কারণ যে যেটা পায় সেটা ভোগ করতে চায়। তিনি বলেন, শ্রমিকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অপকর্মের কলঙ্ক নেই। তাই যারা চাঁদাবাজি, দখলবা

 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী