ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নলছিটিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান
  • ঝালকাঠি প্রতিনিধি
  • ২০২৪-১১-০৩ ০৬:১২:৪৮

ঝালকাঠির নলছিটিতে ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে দোকানীকে অর্থদন্ড দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের তৌকাঠী গ্রামের মেসার্স রায় মেডিকেল হলে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এ সময় দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে মেসার্স রায় মেডিকেল হলের স্বত্তাধিকারী বাদল রায়কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।


নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর মাহফুজা আক্তার ও নলছিটি থানা পুলিশের একটি দল নিয়ে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। 


সাফিয়া সুলতানা জানান, তৌকাঠী বাজারে রায় মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ঔষধ বিক্রি  করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রায় মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ কওে আদায় করা হয়েছে ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী