ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
জালিয়াতি করে জমি দখলে মেতেছেন শজিমেক'র এক চিকিৎসক
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১০-০৫ ২০:৪২:২৪

বগুড়ায় শহরের মধ্যে দিয়ে হচ্ছে প্রায় তিন কিলোমিটার নতুন রাস্তা, শুরু হয়েছে ভূমি অধিগ্রহণও। এরপর থেকেই অতিরিক্ত অর্থ পাওয়ার লোভে জালিয়াতির মাধ্যমে জমি ক্রয়ের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কখনও দেয়াল তুলে জমি বিক্রিতে বাধ্য করেন মালিককে আবার কখনও বিরোধপূর্ণ জমি কিনে তা দখল করেন প্রভাবশালীদের ছত্রছায়ায়। এতে অতিষ্ট হয়ে তার বিরুদ্ধে জিডিও করেছেন ভুক্তভোগীরা।

বাড়ির সামনেই দেয়া হয়েছে উঁচু দেয়াল। বছরখানেক ধরে তাই এভাবেই যাতায়াত, বগুড়া সদরের মালগ্রাম মধ্যপাড়ার মজিদ শারমিন দম্পতির।

গেলো কয়েক বছরে মজিদ-শারমিন দম্পতির বাড়ির চারপাশে প্রায় সব জমিই কিনে নিয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের  সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল বাতেন। তাদেরও জমি বিক্রির চাপ দেয়া হয়। কিন্তু রাজি না হওয়ায় বাড়ির সামনে উঁচু দেয়াল দিয়েছেন আব্দুল বাতেন।

 

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন
ঝালকাঠিতে আশা’র উদ্যোগে ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ