ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালন
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-১১-০২ ০৬:৪৯:৪৯

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, ব্লাড গ্রুপিং, স্বেচ্ছায় রক্তদান, ডায়াবেটিস নির্ণয় ও ঋণের চেক বিতরণ করা হয়। 

 

যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

 

যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর শহীদুল ইসলাম সরকার বক্তব্য দেন। 

 

যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক দিলগীর আলম জানান, অনুষ্ঠানে প্রশিক্ষিত ২৯জন যুবকের মধ্যে ১লাখ ৬০ হাজার ৫হাজার টাকার চেক প্রদান করা হয়। 

 

পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বীর শহিদদের স্মরণে ২৪টি ফুলের গাছের চারা রোপণ করা হয় যুব উন্নয়ন চত্বরে। 


এদিকে বিকেলে জেলা শহরের আনন্দবাবুর পুল নামক স্থানে ক্লিন রিভার বাংলাদেশের আয়োজনে বামন ডাঙ্গা নদ ও স্বেচ্ছাসেবকদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী