ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
তরুণরা আগামীতে বাংলাদেশের সর্বক্ষেত্রে নেতৃত্ব দেবে: নাহিদ
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৪-১১-০১ ১০:০০:৫৮

অর্থনীতিসহ সবকিছুতেই তরুণরা নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।


শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় যুব দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে একটি প্রজন্মান্তর ঘটে গেছে। তরুণরা বাংলাদেশকে নতুন করে পথ দেখিয়েছে। তারাই আগামীতে বাংলাদেশের সর্বক্ষেত্রে নেতৃত্ব দেবে।


তিনি বলেন, বাংলাদেশের তরুণরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিশ্বকে নতুন পথ দেখিয়েছে। তাদের নিয়ে সমগ্র পৃথিবী নতুন করে ভাবছে। এই তারুণ্য বাংলাদেশকে পরবর্তীতে কোথায় নিয়ে যাবে পুরো বিশ্ব এখন সেটি দেখার অপেক্ষায়।


তথ্য উপদেষ্টা বলেন, তারুণ্যের ভেতরে থাকা উদ্যম, স্পৃহা এবং সচেতনের মতো গুণাবলিগুলো কাজে লাগাতে পারলে বাংলাদেশ অবশ্যই একটি ভালো জায়গায় যাবে।


আমাদের লড়াইটা চলমান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা অবশ্যই আমাদের মাতৃভূমিকে রক্ষা করে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়া করাবো।


অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকারি ক্ষেত্রে আগামী ২ বছরে ৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা