ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
  • ঝালকাঠি প্রতিনিধি:
  • ২০২৪-১১-০১ ০৯:৪৬:২৮

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না।

 

কুশঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াউর রহমান সাইফুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, রেজওয়ানুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল কবির রানা, স্বেচ্ছাসেবক দলনেতা তরিকুল ইসলাম, মিন্টু হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুজন খান, পৌর ছাত্রদলের সদস্যসচিব সাব্বির আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ, কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল হাওলাদর, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল জোমাদ্দার। 

 

প্রধান অতিথির বক্তব্যে তৌহিদ আলম মান্না বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সব ধরনের সহযোগিতা করে আসছে। অবশ্যই তাদের নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেশ সংস্কার করা উচিত। এই সময়টুকো দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, তারা বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রুখে দিতে হবে। যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী