একাধিক হত্যা মামলায় সদ্য গ্রেফতারকৃত সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে তৌহিদি জনতার ব্যানারে পৌর শহরের কাচারি পাড় এলাকার পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের টি.এ রোড, মাদ্রাসা মোড়, সদর হাসপাতাল রোডসহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তৌহিদি জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ কাসেমী, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আলী আজম, খালিদ সাইফুল্লাহ সিরাজী, মোঃ তারেক ইয়ামিন, রহমত উল্লাহ কাসেমী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে অশান্তি কায়েম করেছিল।
বিশেষ করে ২০১৬ সালে ও ২০২১ সালে তার নির্দেশে সরকার বাহিনী ও যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক প্রধান মাদ্রাসা জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার হামলাসহ নির্বিচারে মাদ্রাসা ছাত্রদের হত্যা করা হয়। বক্তারা এসব গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীসহ তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবী জানান। এছাড়াও তার গ্রেফতারের সংবাদে রাতেই শহরের কান্দিপাড়ায় অবস্থিত জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে। অন্যদিকে গতকাল সকালে তার নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ এর সদর ও বিজয়নগরে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিস্টি বিতরন করা হয়।