চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী সহ বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়কবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবান পাবর্ত্য জেলার সকল সনাতন ধর্মাবলম্বী সংগঠন।
শুক্রবার(১ নভেম্বর) বিকাল ৩ টায় বান্দরবান সদরের ট্রাফিকমোড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে সুমন দাশের সভাপতিত্বে মিন্টু আইচ,শয়ন দাশ গুপ্ত, তারেকেশ্বর দাশ পারুসহ জেলা সদরের অন্তত হাজার অধিক সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সনাতনী সম্প্রদায়ের আন্দোলনের অগ্রসৈনিক চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী সহ বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়কবৃন্দের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলাটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি ও মামলাটি প্রত্যাহারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি বিভিন্ন মানবাধিকার সংগঠনও এতে সংহতি প্রকাশ করেছে এবং , এই মামলা শুধুমাত্র তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে। চিন্ময় প্রভু একজন সমাজসেবক এবং তার কাজের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। তাই প্রশাসন যেন নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করে।
চিন্ময় প্রভুর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ তার দীর্ঘদিনের সমাজসেবামূলক কাজও জনকল্যাণ মুখী প্রকল্পগুলোতে বাধা সৃষ্টি করার একটি ষড়যন্ত্র। স্বার্থান্বেষী গোষ্ঠী চিন্ময় প্রভুর জনপ্রিয়তা এবং জনসমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে তাকে হেয় করার চেষ্টা করছে। যা একটি রাজনৈতিক অপকৌশল। চিন্ময় প্রভু বরাবরই দুর্নীতির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন।
তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা মানে জনমানসে ভীতির পরিবেশ তৈরি করা এবং সাহসী ব্যক্তিদের কণ্ঠরোধের চেষ্টা করা। যদি এই মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন বলে সমাবেশে জানানো হয়।