ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নলছিটিতে পালন করা হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪
  • ঝালকাঠি প্রতিনিধি:
  • ২০২৪-১১-০১ ০৬:১৪:৩৩

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় যুব দিবস ২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১লা নভেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় । 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় যোগ দেয়।


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা এস.এম মাহফুজ হুসাইন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম,নলছিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত করিম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল রহমান লেনিন প্রমুখ।


আলোচনা সভায় বক্তরা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবশক্তির বিকল্প নেই। তাই যে কোনো মূল্যে যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সৃষ্টিশীল কাজে তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে। পরে উপজেলার বেকার যুবক যুবতীদের মাঝে ৭ দিন ব্যাপী প্রশিক্ষন কোর্সের সনদ ও অর্থ বিতরন করা হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত