"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শুক্রবার সকালে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে এ অনুষ্ঠান পরিচালিত হয়। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুল হক , গন অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পাঠান আজহার,কালিয়াকৈর এমবি যুব উন্নয়ন সমিতির সভাপতি সেলিম হোসেন সহ যুব উন্নয়নের উপকার ভোগী ব্যক্তিবর্গ। শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়।