ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
‘ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’
  • কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
  • ২০২৪-১০-৩১ ০৬:৫৬:০৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এক  সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি'র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। 

 

সম্প্রতি তিনি লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি তাকে সংবর্ধনা প্রদান করেন। কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান গোলাম রব্বানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। কাজী ছাইয়েদুল আলম বাবুল তার বক্তব্যে বলেন,অতীতের মতো জনগণের অধিকার রক্ষায় ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি যেমন জনগণের পাশে ছিল ভবিষ্যতেও জনগণের ভোটাধিকার রক্ষা এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর দেশের জনগণের সেবায় বিএনপি সর্বদায় পাশে থাকবে। তিনি বর্তমান প্রেক্ষাপটে জনগণকে শান্ত থাকতে বলেন এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে একটি রালি বের হয়।রালিটি কালিয়াকৈর বাসটার্মিনাল চত্বর প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক  সম্পাদক কাজী মোশারফ হোসেন রবিন,বোয়ালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলী আজম খান, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন, আটাবহ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহনাজ আক্তারসহ যুবদল, শ্রমিকদল,ছেচ্ছাসেবক দল,ছাত্রদল,জিয়া মঞ্চ সহ বিভিন্ন ইউনিটে নেতৃবৃন্দ।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত