ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কালিয়াকৈরে পুকুর থেকে ভাসমান অবস্থায় নারী ও শিশুর লাশ উদ্ধার
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২৪-১০-৩১ ০৬:৫২:৩৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার  মৌচাকের তেলিরচালা এলাকার  মমির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই লাশ দুটি উদ্ধার করে মৌচাক ফাঁড়ি পুলিশ। লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের ধারনা মতে লাশ দুটি মা ছেলের হতে পারে।  শিশু ছেলের বয়স আনমানিক দুই বছর হবে এবং নারীর বয়স আনুমানিক ৩০ বছর হবে। 


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মৌচাকের তেলিরচালা এলাকার মমির আলী হাজির পুকুর পাড়ে শিশুরা খেলা করছিল। খেলার একপর্যায়ে শিশুরা পুকুরের পানিতে  দুটি লাশ ভাসতে দেখে চিৎকার করে।  শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দেখতে পায় পুকুরের পানিতে এক নারী ও  এক শিশুর লাশ ভাসছে।  খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তাদের পরিচয় পাওয়া যায়নি। ওই নারীর পড়নে নীল রঙের থ্রিপিস এবং শিশুটির পড়নে ছিল হলুদ রঙের টি শার্ট । স্থানীয়দের ধারনা লাশ দুটি মা ছেলের হতে পারে। 


কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাড়ির পরিদর্শক মহিদুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্তলে গিয়ে পুকুর থেকে একটি শিশু ছেলের লাশ এবং একটি নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায় নি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তারা মা ছেলে হতে পারে। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত