ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
কেরোসিন তেলে করোনা মুক্তি! (ভিডিও)
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১০-০৪ ২১:৩০:৪৬

কেরোসিন তেলে মিলবে করোনা থেকে মুক্তি। এমন দাবি নোয়াখালী জেলার মাইজদী এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আবুল কাশেমের। এরইমধ্যে তার পোস্টারে ছেয়ে গেছে জেলার বিভিন্ন এলাকা।

মরণঘাতী করোনার কবল থেকে রেহাই পেতে বিশ্বের তাবদ বিজ্ঞানীদের যখন গলদঘর্ম অবস্থা, তখন নোয়াখালীর দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে মুক্তির উপায়! মাইজদীর রশিদ কলোনীর বাসিন্দা অবসরপ্রাপ্ত এ বিজিবি সদস্যের দাবি, করোনায় মুক্তি দেবে কেরোসিন।

তার দাবি, নিজে চিকিৎসা নিয়েছেন, দিয়েছেন ভাতিজাকেও। এ থেকেই রোগমুক্তি মিলেছে দু'জনের।

তবে তার বাড়া ভাতে ছাঁই ঢাললেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কোনো প্রকার গবেষণা ছাড়া এমন তথ্য ছড়িয়ে দেওয়া অপরাধ। এ পদ্ধতি ব্যবহারে বাড়বে স্বাস্থ্যঝুঁকি।

প্রকাশ্যে পোস্টার সেঁটে এমন অপচিকিৎসার ফাঁদ পাতলেও আবুল কাশেমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এগিয়ে আসেনি সরকারের কোনো সংস্থা।

https://youtu.be/6PHFgzSNmS0

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ