অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ,ম খালিদ হোসেন বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টারা অল্পদিনের দায়িত্ব পেয়েছি। আমার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হজের প্যাকেজ নিয়ে কাজ করছি। এবার হজের খরচ কমছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে হজের প্যাকেজ ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে দিনাজপুরের ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলায়তনে প্রশিক্ষণরত ইমামগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম সাহেবরা দেশ ও সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সমাজ থেকে মাদকসহ সব অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে ইমাম সাহেবরা সামাজিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন। ঘুষ-দুর্নীতি প্রতিরোধ করে দেশের উন্নয়নে সম্পৃক্ত হয়ে ইমাম সাহেবরা যথেষ্ট ভূমিকা রাখতে পারেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, মানুষের অন্তরের রোগ নির্মূল করতে যেমন ডাক্তারের প্রয়োজন হয়, ঠিক তেমনি হিংসা, লোভ, দূর করতে ধর্মীয় অনুশাসনের প্রয়োজন রয়েছে। ইসলাম যে শান্তির ধর্ম তা সাধারণ মানুষের মাঝে প্রচার করার দায়িত্ব ইমাম সাহেবদের। বর্তমানে ইমাম ওলামাদের সহযোগিতায় ইসলামি নিয়ম-নীতি বোঝায় রেখে বিনা বাধায় সবাই ধর্ম পালন করছে। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিনা সুদে ঋণ প্রদান করা হচ্ছে। ইমামদের উন্নয়নে আমরা ‘ইমাম’ নামের মিনারেল ওয়াটারের একটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছি।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আরোও বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যে আট দফা দাবি দিয়েছে সেটি সরকারের বিবেচনায় রয়েছে, দুর্গাপুজার ছুটি বাড়িয়েছে বর্তমান সরকার, দুর্গাপূজায় বরাদ্দ বাড়িয়েছে। চট্টগ্রামের সমাবেশ করার পর " অস্তিত্বের সংকটে বাংলাদেশের হিন্দু" শিরোনামে একটি পত্রিকায় পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে " এটি একটি খারাপ সংবাদ হয়েছে। তারা লংমার্চ করবে শুনেছে। সরকারের সর্বোচ্চ মহলে বিষয়টি ওয়াকিবহাল আছে।
তিনি, আরও বলেন , বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে না গেলে এবং দেশের মুদ্রাস্ফীতি বেড়ে না গেলে হাজের খরচ আরো কমানো যেত। ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান রাজস্ব খাতে নেওয়ার বিষয়ে তিনি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবেন। ইমাম মোয়াজ্জেমদের সম্মানী বাড়ানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।
ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন- ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক মো. আলমগীর হায়দার।
এসময় উপস্থিত ছিলেন- উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান।