ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মাদক ও মোবাইল ফোনের অপব্যবহার রোধকল্পে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
  • কুমিল্লা প্রতিনিধি:
  • ২০২৪-১০-২৯ ০৮:১০:৩৪

 মাদককে না বলুন,  মাদক থেকে দূরে থাকুন। মাদক ও মোবাইল ফোনের অপব্যবহার রোধকল্পে এই বিষয়ে  সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার  ১২:৩০ এ  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার আয়োজনে বিবির বাজার হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে মাদক ও মোবাইল ফোনের অপব্যবহার রোধকল্পে সচেতনামূলক অনুষ্ঠানে বিবির বাজার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা ।

 

 তিনি মাদক ও মোবাইল ফোন অপব্যবহার সম্পর্কে ছাত্র-ছাত্রীদের বলেন মাদকের মতো রোগকে স্বমূলে ধ্বংস করতে হবে। সকল ছাত্র - ছাত্রীদের  দায়িত্ব নিতে হবে যেখানে মাদক বিক্রি করা হবে সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে সেখানে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে  যারা তথ্য প্রদান করবেন তাদের সম্পর্কে  গোপনীয়তা রক্ষা করা হবে। যেখানে বাল্যবিবাহ অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে সেখানে দ্রুত অভিযান পরিচালিত হবে।

 

 বাল্যবিবাহ সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। সমাজের অনেক মেয়ে অবহেলিত লেখাপড়া করতে পারেনা  টাকা পয়সার অভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করার দায়িত্ব নিতে পারবো। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন চাকরি করার উদ্দেশ্যে লেখাপড়া করা ঠিক না,  লেখাপড়ার পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়ার জন্য নিজেকে উদ্যোগী হতে হবে সরকারি বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হলে দেশ আরো এগিয়ে যাবে। ছাত্র-ছাত্রীদের আন্দোলনে দেশ যে স্বাধীনতা পেয়েছে আবার যদি হারায় এই স্বাধীনতা ফিরে পেতে অনেক সময় লাগবে। বাঁচতে হলে তেলাপোকা নয় সিংহের মত বাঁচতে হবে।   শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন প্রাইভেট কোচিং বাদ দিতে হবে। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করতে হবে।   কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে  ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতে নেন। 


  পরিশেষে উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিবির বাজার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার যুবদলের  সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম, সাংবাদিক রবিউল বাশার খান সহ মাদকদ্রব্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী