ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে সমাজসেবার কার্যক্রম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
  • বান্দরবান প্রতিনিধি:
  • ২০২৪-১০-২৯ ০৫:৫১:০৪

বান্দরবানে সমাজসেবার বিভিন্ন সেবামূলক কার্যক্রম অবহিত করণ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা ও সদর সমাজসেবার উদ্যোগে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পর্যটন মোটেল হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

 

বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, দেশ উন্নয়নের পাশাপাশি আমাদেরকে সামাজিক কার্যক্রম গুলো সম্পর্কে জানতে হবে। যদি আমরা সরকারের বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পর্কে জনগনকে জানতে না পারি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এসময় তিনি আরও বলেন, সমাজসেবা অধিদফতর একটি সেবা মূলক সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বিভিন্ন সেবামূলক কার্যক্রম যেমন- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতাসহ সমাজসেবা কর্তৃক পরিচালিত বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে জানাতে হবে। যাতে করে সঠিক উপকারভোগীরা তাদের কাঙ্কিত সেবা নিতে পারে। তাই সরকারের পাশাপাশি সমাজসেবার কার্যক্রম বিষয়ে জনগনের কাছে পৌছানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী