দৈনিক মানবকন্ঠ ও The Financial Post পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও দেশ টিভি এবং চ্যানেল নাইন টিভির সাবেক কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এবং প্রেসক্লাব উত্তর ধরলা (কুড়িগ্রাম) এর সভাপতি এম এস সাগর এর নামে ভুল তথ্য দিয়ে একটি আওয়ামী লীগের কথিত কয়েকজন রিপোর্টার তাদের স্বার্থ হাসিলে ফেসবুক ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে গত (নভেম্বর ২০১৯সালে) তার বি’রুদ্ধে ভুয়া সাংবাদিক সাজানো, চাঁদাবাজসহ বিভিন্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এম এস সাগরের পিতা মরহুম আব্দুস সোবাহান ব্যাপারী ছিলেন কুড়িগ্রাম জেলায় একজন আদর্শ ব্যবসায়ী ও নাগেশ্বরী উপজেলার বিএনপির সক্রিয় কর্মী এবং সাগরের চাচা নজরুল ইসলাম ছিলেন নাগেশ্বরী পৌরসভা হাশেমবাজার এলাকার বিএনপির ত্যাগী নেতা। ২০০৭সালে আওয়ামী লীগের কর্মী আসাদ, সাইফুর রহমান চক্ররা পুর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে নজরুল ইসলাম কে কুপিয়ে হত্যা করে। সাগর ১৯৯৯সালে নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাগর বিএনপির করার কারণে তার জীবনে নেমে আসে হামলা আর মামলা। ২০১৪সালে "নাগেশ্বরীর বিভিন্ন স্থানে চলছে জুয়া ও মদের আসর" সংবাদ কে কেন্দ্র করে নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক প্রধান গত (জুন ২০১৪সালে) তার বাহিনী নাগেশ্বরী উপজেলা মাদক ও জুয়ার লাইনম্যান মনছুর আলী নাউয়া কে বাদী করে এবং নাগেশ্বরীর ডিবি লাইনম্যান সাহাবুদ্দিন ও লাইনম্যান গাজী কে স্বাক্ষী করে সাগরের বিরুদ্ধে সাজানো একটি চাঁদাবাজী মামলা করে পরিকল্পিতভাবে সাগর কে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে পুলিশ গ্রেফতার করে। ২০১৯সালে সাগর উক্ত মিথ্যা মামলা থেকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালত বেকসুর খালাস প্রদান করে।
এম এস সাগরের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ সেই সময় বিভিন্ন অনলাইন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে। এদিকে তারপরেও রিপোর্টার সাগরের সু-নাম ক্ষুন্ন ও অর্থের ক্ষতি সাধনে থেকে নেই সেই আওয়ামী লীগের কথিত কয়েকজন রিপোর্টার এবং আমাদের কুড়িগ্রাম মেসেঞ্জার পেজের এডমিন হাসান সাব্বির।
জানা গেছে, ২০১৯হালে সরকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আওতায় আসে। এর মধ্যে জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ৮ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়। এর পেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর ২০১৯খ্রিঃ স্বাধীন স্বদেশ প্রতিদিন ২৪ ডটকম অনলাইন পত্রিকার শিরোনামে ভুরুঙ্গামারীতে এমপিওভুক্ত ৮ শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে আনন্দ। অত্র সংবাদে এফ এ মহিলা আইটি ইন্সটিটিউট এবং এফ এ আইটি ইন্সটিটিউট নামে একটি সংবাদ প্রকাশ হয়েছে। এরই জের ধরে সাগরের নামে যে সব সংবাদ প্রকাশ হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
অপরদিকে আওয়ামী লীগের কথিত কয়েকজন রিপোর্টার এবং আমাদের কুড়িগ্রাম মেসেঞ্জার পেজের এডমিন হাসান সাব্বির রিপোর্টার সাগরের সু-নাম ক্ষুন্ন ও অর্থের ক্ষতি সাধনে বিভিন্ন পায়তারা ও মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে চলছেন। আমাদের কুড়িগ্রাম মেসেঞ্জার পেজের এডমিন হাসান সাব্বির রিপোর্টার সাগরের সু-নাম ক্ষুন্ন ও অর্থের ক্ষতি সাধনে আমাদের কুড়িগ্রাম মেসেঞ্জার পেজে পূর্বের একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন।
এম এস সাগর বলেন, বর্তমানে আমি দৈনিক মানবকন্ঠ ও The Financial Post পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এবং প্রেসক্লাব উত্তর ধরলা (কুড়িগ্রাম) এর সভাপতি হিসেবে বস্তুনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি ও দেশ টিভি এবং চ্যানেল নাইন টিভির সাবেক কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে বস্তুনিষ্ঠার সাথে সাংবাদিকতার দায়িত্ব পালন করে আসছি। আমার বি’রুদ্ধে যে সংবাদ প্রকাশ হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবো এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।