ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দুই শিশুর জন্য মধ্যরাতে হাইকোর্টের আদেশ
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১০-০৪ ০৫:২১:০৭

বারবার চেষ্টা সত্ত্বেও পৈত্রিক নিবাসে ঢুকতে না দেয়ার ঘটনায় সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর দুই নাতিকে বাড়িতে ফিরিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ধানমন্ডি থানার ওসিকে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়।

বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বতোঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

জানা গেছে, রাজধানীর ধানমন্ডিতে একটি চারতলা বাড়ির মালিক সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবী। উত্তরাধিকার সূত্রে এই বাড়িতে গত কয়েকদিন ধরে ঢুকতে পারছেন না কে এস নবীর ছোট ছেলে সিরাতুন নবীর দুই পুত্র কাজী আদিয়ান ও কাজী নাহিয়ান নবী। ১০ আগস্ট সিরাতুন নবীর মৃত্যুর পর এ দুই শিশু মায়ের কাছে চলে যায়।

পরে পৈত্রিক বাসায় ঢুকতে বাধা দেয় তাদের আপন চাচা কাজী রেহান নবী। জানা গেছে, বাড়িটি এখনও কে এস নবীর নামে। সে হিসেবে বাড়ির উত্তরাধিকার আদিয়ান এবং নাহিয়ানও।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা