ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কালিয়াকৈরে রেলওয়ে জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ
  • কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
  • ২০২৪-১০-২৭ ০৯:১৩:১৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেলওয়ে জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা  প্রায় ৭ শতাধিক অবৈধ  স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-রাজশাহী- খুলনা রেলপথের পূর্ব চান্দরা সরকারবাড়ী বাজার থেকে রতনপুর রেলব্রীজ পর্যন্ত রেলপথের দুইপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ে বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী জুয়েল মিয়ার নের্তৃত্বে এসব  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ।


রেলওয়ে বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-রাজশাহী রেলপথের দুই পাশে রেলওয়ে বিভাগের জমি অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠানসহ পাকা বাড়ীঘর গড়ে তোলে তা দখল করে রাখে জবরদখলকারীরা। এতে রেল চলাচল বিঘ্নিত হয়। এছাড়া মাদক সেবিরা রেলপেথর বসে মাদক সেবনসহ রেললাইনের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে ক্ষতি করে। বিষয়টি রেলওয়ে কৃর্তপক্ষের নজরে এলে রবিবার  উপজেলার সরকারবাড়ী থেকে রতনপুর রেলওয়ে ব্রীজপর্যন্ত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এসময় রেলপথের দুইপাশে গড়ে তোলা প্রায় ৭ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন প্রকৌশলী রুবিনা আক্তার, জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের এসআই সেতাফুর রহমানসহ রেলওয়ের কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী।


জয়দেবপুর রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়া বলেন, জবরদখলকারীরা রেলপথের দুইপাশে রেলওয়ের জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে। এতে রেলচলাচলে বিঘ্নত হয়। রেল পথের দুইপাশে অবৈধ স্থাপনা থাকায় রেলের লাইনের যন্ত্রপাতি চুরি, ছিনতাই ও মাদক ব্যবসায়ীর আখড়া  হয়ে উঠছে তাই রেলপথের দুইপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা গুড়িয়ে দেওয়া হয়।
 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত