ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নলছিটিতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার
  • ঝালকাঠি প্রতিনিধি:
  • ২০২৪-১০-২৬ ০৯:২৪:৩৩

ঝালকাঠির নলছিটিতে ঢাকার গুলশান থানার একটি ডাকাতি মামলার পলাতক আসামি হেলাল উদ্দিন হিলন(৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার(২৬ অক্টোবর) সকালে উপজেলার নাচনমহল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাব আলী।

 

পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাব আলীর নেতৃত্বে উপজেলার নাচনমহল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতাকৃত হেলাল উদ্দিন হিলন উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকার ওয়াজেদ মিয়ার পুত্র। তিনি গুলশান মডেল থানায় ২০০৯ সালের ২৩ জুন দায়ের করা একটি দায়ের করা ডাকাতি মামলার (মামলা নং-৮৯) পলাতক আসামি। 


নলছিটি থানা পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাব আলী জানান, গ্রেফতার হেলাল উদ্দিন হিলনকে শনিবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী