ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নলছিটিতে শ্রমিকদলের সমাবেশ
  • ঝালকাঠি প্রতিনিধি:
  • ২০২৪-১০-২৬ ০৯:২৩:০৩

ঝালকাঠির নলছিটিতে শনিবার বিকেলে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নলছিটি পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশ এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। 


নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অ্যাডভোকেট মাহেব হোসেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক আদিব হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান সুমন, পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম হাওলাদার।

 
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়ে বক্তারা বলেন. ঝালকাঠি জেলা বিএনপির বিগত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছে বলেই আজ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এটা ধরে রাখতে হবে। এখনো আমাদের রাজপথে থাকতে হবে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। তাহলেই আমাদের বিজয় হবে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী