ঢাকা শনিবার, অক্টোবর ২৬, ২০২৪
উত্তরণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ২০২৪ অনুষ্ঠিত
  • পাবনা জেলা প্রতিনিধি:
  • ২০২৪-১০-২৬ ০৯:১৭:৪০

দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনার ১৭তম বর্ষে পদার্পন উপলক্ষে ২৫ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উত্তরণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত অনুষ্ঠানে উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসাবে রানা গ্রুপের চেয়ারম্যান ও উত্তরণ পাবনার উপদেষ্টা রুহুল আমীন বিশ্বাস রানা,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (১ম পর্ব) এবিএম ফজলুর রহমান প্রেসক্লাব সভাপতি, মাহবুবুল আলম ফারুক সম্পাদক এ্যারোমনি প্রতিদিন,প্রফেসর হাসানুজ্জামান কবি ও সংগঠক,কবি ও সম্পাদক শফিক আজিজ রাজশাহী 
ভাস্কর চৌধুরী, সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা,(২য় পর্ব)কবি তৌহিদা জ্যোতি নীলফামারী,কবি ও সংগঠক মতিয়ারা মুক্তা টাঙ্গাইল,কবি ও গবেষক প্রত্যয় হামিদ নাটোর,বাচিকশিল্পী জেসমিন বন্যা ঢাকা,কবি জামাল দ্বীন সুমন রাজশাহী,(৩য় পর্ব) শিক্ষাবিদ আব্দুদ দাইন সরকার,কবি আসমান আলী কুষ্টিয়া, কবি,অনিক ইসলাম রাজশাহী,চলচ্চিত্রকার দেওয়ান বাদল,মোঃ আলী আকবর মিঞা রাজু,কবি আদ্যনাথ ঘোষ,মাসুদ আলম বাবুল পটুয়াখালী। এছাড়াও দেশের অনান্য জেলা থেকে কবি সাহিত্যিক অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে গান,কবিতা আবৃত্তি, কবি কণ্ঠে কবিতা পাঠ, শিশু কিশোর দের কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। অতিথি দের আলোচনায় উত্তরণ পাবনার এই সাংস্কৃতিক উৎসব দেশের সাহিত্য সাংস্কৃতিক চর্চাকে উত্তরোত্তর বিশ্বব্যাপি ছড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে এমন আয়োজনে দেশ এগিয়ে যাবে বলে মনে করেন বক্তরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৈয়দা জহুরা ইরা, পলাশ আব্দুল্লাহ, সেলিনা সাথী ও মিম ফয়সাল। অভ্যর্থনায়-রুদ্র বিশ্বাস, রাফিদ আহমেদ, নীলিমা নীল, সোনিয়া খাতুন ও মিম ফয়সাল।


অনুষ্ঠানে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় কবি ওমর আলী সাহিত্য পদক প্রদান করা হয়, প্রতিষ্ঠান হিসেবে পাবনা প্রেসক্লাব,সংগঠক হিসাবে প্রফেসর মোঃ হাসানুজ্জামান, বাচিকশিল্পী হিসাবে জেসমিন বন্যা, জেসমিন দিপা, মঞ্জুরুল ইসলাম, নৃত্যশিল্পী হিসাবে মোঃ সুমন আলী, গীতিকার হিসাবে মরিয়ম বেলারুশি, কবিতায় সেলিনা সাথী, তৌহিদা জ্যোতি পদকপ্রাপ্ত হন।


অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন পলাশ আব্দুল্লাহ, গীতা থেকে পাঠ করেন কবি মধুসূদন মজুমদার, স্বাগত বক্তব্য প্রদান করেন উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক সৈয়দা জহুরা ইরা। 

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রোটা: আলতাফ হোসেন উপদেষ্টা উত্তরণ পাবনা, সাংবাদিক ও উত্তরণ সদস্য মোঃ হুমায়ুন কবির।

বালু উত্তোলনে ভেস্তে যেতে বসেছে মা ইলিশ সংরক্ষন কার্যক্রম
বিএনপিতেই মানুষের আস্থা: আলমগীর সরকার
নলছিটিতে ডাকাতি মামলার  পলাতক আসামি গ্রেফতার