শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী নলডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুজন আহত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।
ইউএনও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বালুমহাল উচ্ছেদে ঘটনাস্থলে অভিযানে গেলে কয়েকজন বালু ব্যবসায়ী হামলা চালায়। এতে তার সহযোগী উপজেলা ভূমি অফিসের কর্মচারী উজ্জ্বল পাল ও বাচ্চু মিয়া আহত হন। এছাড়া তার গাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনা জানামাত্র অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না।’